Category: ড্যাশবোর্ড

December 7, 2025

ইনভেন্টরি ট্রান্সফার সিস্টেম: আমাদের ইনভয়েস সফটওয়্যারের আধুনিক ফিচার

ব্যবসা পরিচালনায় স্টক ম্যানেজমেন্ট এবং পণ্যের স্থানান্তর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যা যদি সঠিকভাবে না করা হয় তবে ব্যবসার কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক পরিবেশে পরিবর্তনের গতি এত দ্রুত যে, প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ আসে। আর এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে, একে অপরের সাথে সংযুক্ত ব্যবসার শাখাগুলির মধ্যে সঠিক ও সময়োপযোগী পণ্য স্থানান্তর প্রয়োজন। আমরা আজ যে সিস্টেমটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো, আমাদের ইনভয়েস সফটওয়্যারের অত্যাধুনিক ইনভেন্টরি ট্রান্সফার সিস্টেম, যা আপনার ব্যবসার স্টক ট্রান্সফারকে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ এবং দক্ষ করে তুলবে। আপনার ব্যবসায় যদি একাধিক শাখা থাকে এবং আপনি স্টক ট্রান্সফার করেন, তবে এই সিস্টেমটি আপনাকে সেই স্থানান্তর প্রক্রিয়া সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করতে সাহায্য করবে। এখন, চলুন দেখি ইনভেন্টরি ট্রান্সফার সিস্টেমের কিছু প্রয়োজনীয় বৈশিষ্ট্য এবং এর ব্যবহার কিভাবে আপনার ব্যবসায় উন্নতি আনতে পারে। ইনভেন্টরি ট্রান্সফার কী? ইনভেন্টরি ট্রান্সফার সিস্টেম হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবসা মালিকরা এক দোকান বা শাখা থেকে অন্য দোকান বা শাখায় পণ্য স্থানান্তর করতে পারেন। এটি ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্টক ম্যানেজমেন্ট এবং রিপোর্টিংয়ের মধ্যে স্বচ্ছতা ও সঠিকতা নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত কার্যকর। এমনকি একাধিক শাখা পরিচালনা করলে, একটি কেন্দ্রীয় পদ্ধতির মাধ্যমে পণ্যের স্থানান্তর খুবই সুবিধাজনক হয়ে ওঠে।   প্রধান ফিচারসমূহ আমাদের সফটওয়্যারে উপলব্ধ কিছু গুরুত্বপূর্ণ ফিচার, যা আপনার ব্যবসাকে আরও দক্ষ, গতিশীল ও স্বচ্ছ করবে: ১. সহজ ট্রান্সফার ফর্ম   ইউজার-ফ্রেন্ডলি ফর্ম: আপনি খুব সহজেই ট্রান্সফারের ফর্মটি পূরণ করতে পারবেন। এখানে, প্রথমে আপনি কোন দোকান থেকে (From Shop) এবং কোন দোকানে (To Shop) পণ্য পাঠাবেন, তা ড্রপডাউন মেনু থেকে নির্বাচন করতে পারবেন। পণ্য নির্বাচন ও পরিমাণ নির্ধারণ: পণ্যটি নির্বাচন করার পর, আপনি এর পরিমাণও নির্ধারণ করতে পারবেন এবং ‘Add Product’ বাটনে ক্লিক করলেই পণ্যটি ট্রান্সফার লিস্টে যোগ হবে। অতিরিক্ত তথ্য যোগ করার সুবিধা: আপনি যদি প্রয়োজন মনে করেন, নোট সেকশনে অতিরিক্ত তথ্যও যোগ করতে পারেন, যা পণ্য স্থানান্তরের সময় গুরুত্বপূর্ণ হতে পারে। ২. ট্রান্সফার হিস্ট্রি ও ট্র্যাকিং   পূর্বের সকল ট্রান্সফার দেখতে পারবেন: ‘Transfer Inventory’ মেনুতে ক্লিক করে আপনি পূর্বের সকল ট্রান্সফারের বিস্তারিত হিস্ট্রি দেখতে পারবেন। এতে আপনি জানতে পারবেন, কোন দোকান থেকে কোথায় পণ্য পাঠানো হয়েছে, কবে পাঠানো হয়েছে, এবং পণ্যের বর্তমান অবস্থান কী (Sent/Pending)। বিস্তারিত ট্র্যাকিং: এখানে, প্রতিটি ট্রান্সফারের জন্য আপনি ‘Print’ ও ‘View’ অপশন পাবেন, যাতে আপনি ডকুমেন্টেশন এবং যাচাই সহজেই করতে পারেন। এটি স্টক ম্যানেজমেন্ট প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং নিয়ন্ত্রিত করে তোলে। ৩. প্রিন্টেবল ট্রান্সফার রিপোর্ট   প্রিন্ট-রেডি রিপোর্ট: প্রতিটি ইনভেন্টরি ট্রান্সফারের জন্য একটি প্রিন্ট-রেডি রিপোর্ট জেনারেট করা হয়। এই রিপোর্টে পণ্যের নাম, কোড, পরিমাণ এবং ট্রান্সফার সংক্রান্ত বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত থাকে। অফিসিয়াল রেকর্ড ও ডেলিভারির জন্য কার্যকর: এই রিপোর্টটি আপনি অফিসিয়াল রেকর্ড এবং পণ্য ডেলিভারির সময় ব্যবহার করতে পারেন, যাতে কোন ধরনের বিভ্রান্তি বা ভুল না হয়। ৪. স্ট্যাটাস আপডেট ও কনফার্মেশন   ট্রান্সফারের স্ট্যাটাস আপডেট: প্রতিটি ট্রান্সফারের জন্য আপনি বিভিন্ন ধরনের স্ট্যাটাস সেট করতে পারেন যেমন ‘Pending’, ‘Sent’, ‘Completed’, ‘Received’, ইত্যাদি। এই স্ট্যাটাস আপডেটের মাধ্যমে, আপনি পুরো প্রক্রিয়াটি খুব সহজেই ট্র্যাক করতে পারবেন। কনফার্মেশন সুবিধা: প্রাপক দোকান পণ্যটি গ্রহণ করলে, তারা কনফার্মেশন দিতে পারে, যার মাধ্যমে স্ট্যাটাস আপডেট হবে। এতে, পণ্যের চলাচল হবে আরও স্বচ্ছ এবং নির্ভরযোগ্য। অ্যাকশন বাটন থেকে কনফার্ম বা বাতিল করার সুবিধা: প্রয়োজনে আপনি অ্যাকশন বাটন ব্যবহার করে ট্রান্সফার কনফার্ম বা বাতিল করতে পারবেন, যাতে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। কেন ব্যবহার করবেন? ইনভেন্টরি ট্রান্সফার সিস্টেমটি ব্যবহারের অনেক সুবিধা রয়েছে, যা আপনার ব্যবসার কার্যক্রম আরও কার্যকরী করে তুলবে: সহজ ও দ্রুত পণ্য স্থানান্তর: এর মাধ্যমে আপনি এক দোকান থেকে অন্য দোকানে পণ্য স্থানান্তর করতে পারবেন খুব সহজে এবং দ্রুত। এতে সময়ের অপচয় কম হবে এবং পণ্য দ্রুত পৌঁছাবে। স্বচ্ছ হিসাব ও রিপোর্টিং: সমস্ত ট্রান্সফার কার্যক্রম রেকর্ড করা হয়, যা আপনাকে আপনার ব্যবসার স্টক ও রিপোর্টিং সম্পর্কে একেবারে পরিষ্কার ধারণা দেবে। মাল্টি-শপ স্টক ম্যানেজমেন্ট: একাধিক শাখা পরিচালনা করলে, প্রতিটি শাখার স্টক এবং পণ্য স্থানান্তর একক প্ল্যাটফর্মে সঠিকভাবে পর্যবেক্ষণ করা যাবে। এটি ব্যবসার সম্পূর্ণ ব্যবস্থাপনা সহজ করে তোলে। অটোমেটেড ডকুমেন্টেশন ও প্রিন্ট সুবিধা: প্রতিটি ট্রান্সফারের জন্য প্রিন্টেবল রিপোর্ট পাওয়া যাবে, যা আপনাকে কাগজপত্রের কাজ কমিয়ে ডিজিটাল রেকর্ড রাখতে সাহায্য করবে। উপসংহার আমাদের ইনভয়েস সফটওয়্যারের ইনভেন্টরি ট্রান্সফার সিস্টেম আপনার ব্যবসার স্টক ম্যানেজমেন্টকে আরও আধুনিক, স্বচ্ছ এবং দক্ষ করে তুলেছে। এই সিস্টেমটির মাধ্যমে আপনি সহজে পণ্য স্থানান্তর করতে পারবেন, স্টক আপডেট রাখতে পারবেন এবং ব্যবসার কার্যক্রমে কোনও ধরণের বিভ্রান্তি বা ভুল হওয়া থেকে রক্ষা পাবেন। আপনি যদি একাধিক শাখা পরিচালনা করেন, তাহলে এই সিস্টেমটি আপনার জন্য একটি বড় সহায়ক হিসেবে কাজ করবে, যার ফলে আপনার ব্যবসায়িক কার্যক্রম হবে আরও সমন্বিত এবং সুষ্ঠু। আপনার ব্যবসার উন্নত ব্যবস্থাপনার জন্য ইনভেন্টরি ট্রান্সফার সিস্টেম অবশ্যই একটি অপরিহার্য টুল। এটি আপনার ব্যবসার স্টক ম্যানেজমেন্ট প্রক্রিয়া আরও সহজ এবং সুশৃঙ্খল করে তুলবে। সময়মতো পণ্য স্থানান্তর এবং সঠিক রিপোর্টিংয়ের মাধ্যমে, আপনার ব্যবসায়িক সিদ্ধান্তগুলি হবে আরও দক্ষ এবং নির্ভরযোগ্য।

December 7, 2025

নতুন ফিচার: টেলিগ্রাম ইন্টিগ্রেশন, চ্যাট আইডি খোঁজার সহজ উপায়

theinvoice.net বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইনভয়েস সফটওয়্যার, যেখানে আপনি সহজেই ক্যাশমেমো তৈরি, প্রোডাক্ট ও কাস্টমার এড, এবং রিপোর্ট দেখতে পারেন9। ব্যবহারকারীদের আরও স্মার্ট ও দ্রুত নোটিফিকেশন সুবিধা দিতে এবার যুক্ত হয়েছে টেলিগ্রাম ইন্টিগ্রেশন। চলুন জেনে নিই এই নতুন ফিচার, টেলিগ্রাম চ্যাট আইডি খোঁজার উপায় এবং রিয়েল-টাইম নোটিফিকেশনের নানা সুবিধা নিয়ে বিস্তারিত। টেলিগ্রাম ইন্টিগ্রেশন: ইনভয়েস ম্যানেজমেন্টে নতুন যুগ theinvoice.net-এর টেলিগ্রাম ইন্টিগ্রেশনের মাধ্যমে এখন থেকে ইনভয়েস, পেমেন্ট, বা কাস্টমার অ্যাকশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনি সরাসরি টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ বা ব্যক্তিগত চ্যাটে রিয়েল-টাইমে পেতে পারবেন। এতে ব্যবসার প্রতিটি মুহূর্তের আপডেট থাকবে আপনার হাতের মুঠোয়, কোনো মেইল চেক করার ঝামেলা ছাড়াই5। এই ইন্টিগ্রেশনের মাধ্যমে— নতুন ইনভয়েস তৈরি হলে টেলিগ্রামে অটো-নোটিফিকেশন যাবে পেমেন্ট কনফার্মেশন বা ফেইল হলে তাৎক্ষণিক বার্তা পাবেন টিম মেম্বারদের সাথে দ্রুত তথ্য শেয়ার করা যাবে কাস্টমার ফিডব্যাক বা কমপ্লেইন আসলে সঙ্গে সঙ্গে জানতে পারবেন কিভাবে টেলিগ্রাম প্রোফাইল চ্যাট আইডি বের করবেন? টেলিগ্রাম চ্যাট আইডি জানা জরুরি, কারণ এটি ছাড়া কোনো বট, অটোমেশন বা API ইন্টিগ্রেশন কাজ করবে না11। নিচের ধাপগুলো অনুসরণ করুন— ব্যক্তিগত চ্যাট আইডি বের করার উপায়: টেলিগ্রাম অ্যাপ খুলুন ও সার্চ বক্সে লিখুন @Userinfobot বটটি ওপেন করুন ও Start বাটনে ক্লিক করুন বট একটি মেসেজ পাঠাবে, সেখানে chat অংশের অধীনে id ফিল্ডে আপনার চ্যাট আইডি দেখতে পাবেন2611 গ্রুপ চ্যাট আইডি বের করার উপায়: আপনি যদি গ্রুপের অ্যাডমিন হন, তাহলে ঐ গ্রুপে @Mychatinfobot অ্যাড করুন বট গ্রুপে একটি মেসেজ পাঠাবে, সেখানে chat অংশের অধীনে id ফিল্ডে গ্রুপ চ্যাট আইডি পাবেন অথবা, টেলিগ্রাম ডেস্কটপ/ওয়েব ভার্সনে গ্রুপ ওপেন করে URL দেখুন: https://web.telegram.org/z/#-xxxxxxxxxx — এখানে -xxxxxxxxxx হলো গ্রুপ চ্যাট আইডি367 API-তে ব্যবহার করতে চাইলে, গ্রুপ আইডির আগে -100 যোগ করুন (যেমন: -100194xxxx987)7 রিয়েল-টাইম নোটিফিকেশনের সুবিধা ব্যবসার জন্য রিয়েল-টাইম নোটিফিকেশন এখন অপরিহার্য। বিশেষ করে ইনভয়েস, পেমেন্ট, কাস্টমার কমিউনিকেশন বা সাপোর্টে তাৎক্ষণিক আপডেট পেলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। নিচে কিছু মূল সুবিধা তুলে ধরা হলো— তাৎক্ষণিক সচেতনতা: কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট বা আপডেট ঘটলেই সঙ্গে সঙ্গে জানতে পারবেন, ফলে দ্রুত অ্যাকশন নিতে পারবেন481012। প্রোডাক্টিভিটি বৃদ্ধি: কাজের অগ্রাধিকার নির্ধারণ ও সময় বাঁচাতে রিয়েল-টাইম অ্যালার্ট অত্যন্ত কার্যকর81012। রেসপন্স টাইম কমানো: দ্রুত নোটিফিকেশন পেলে গ্রাহক বা টিমের প্রশ্ন/সমস্যার দ্রুত সমাধান করা যায়, ফলে কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়ে481012। ডাউনটাইম ও খরচ কমানো: সমস্যা বা ত্রুটি দ্রুত ধরা পড়লে সমাধানও দ্রুত হয়, ফলে ব্যবসার ক্ষতি কমে আসে12। নিরাপত্তা ও কমপ্লায়েন্স: সন্দেহজনক বা ঝুঁকিপূর্ণ অ্যাক্টিভিটি হলে সঙ্গে সঙ্গে অ্যালার্ট পাওয়া যায়, যা নিরাপত্তা নিশ্চিত করে1012। টিমওয়ার্ক ও কমিউনিকেশন: টিমের সবাই রিয়েল-টাইমে আপডেট পেলে কাজের সমন্বয় ও যোগাযোগ আরও শক্তিশালী হয়1012। উপসংহার theinvoice.net-এর টেলিগ্রাম ইন্টিগ্রেশন ব্যবসা পরিচালনায় নতুন মাত্রা যোগ করেছে। এখন ইনভয়েস, পেমেন্ট বা কাস্টমার আপডেট পেতে আর আলাদা করে মেইল চেক করতে হবে না—সবকিছু পাবেন রিয়েল-টাইমে টেলিগ্রামে। চ্যাট আইডি বের করাও এখন সহজ, মাত্র কয়েক ক্লিকে। আর রিয়েল-টাইম নোটিফিকেশনের সুবিধা তো আছেই—দ্রুত সিদ্ধান্ত, কম ঝামেলা, এবং আরও সন্তুষ্ট গ্রাহক। আপনার ব্যবসার জন্য এই ফিচারটি একবার ব্যবহার করে দেখুন, পার্থক্য নিজেই বুঝতে পারবেন!

December 7, 2025

নতুন আঙ্গিকে ইনভয়েস সফটওয়্যারের ভার্সন ২.০ রিলিজ হয়েছে। কি কি ফিচার থাকছে নতুন ভার্সনে এখুনি দেখে নিন।

আজকাল প্রযুক্তির যুগে, ব্যবসায়িক কার্যক্রমের ডিজিটাল রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী এবং সমৃদ্ধ POS (পয়েন্ট অফ সেল) সিস্টেম আপনাকে ব্যবসায়ের সব দিক নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। আমাদের POS সফটওয়্যার v.20 এতে রয়েছে কয়েকটি অত্যাধুনিক ফিচার যা ব্যবসায়ীদের জন্য আরও বেশি সুবিধাজনক এবং কার্যকরী। এই ব্লগ পোস্টে, আমরা আলোচনা করব কিভাবে এই ফিচারগুলো আপনার ব্যবসায়িক কার্যক্রমের গতি এবং সঠিকতা বাড়াতে সাহায্য করবে। ১. বারকোড (প্রোডাক্ট) বর্তমানে, প্রোডাক্টের ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়িক দিক থেকে একে সঠিকভাবে ট্র্যাক করা এবং দ্রুত বিক্রয় সম্পন্ন করা খুবই জরুরি। বারকোড ব্যবস্থাপনা প্রোডাক্টের ট্র্যাকিং এবং ইনভেন্টরি ম্যানেজমেন্টকে আরো সহজ করে তোলে। POS সিস্টেমের v.20 তে, আপনি যে কোনো পণ্যকে একটি ইউনিক বারকোডের মাধ্যমে চিহ্নিত করতে পারবেন। এর ফলে বিক্রেতারা দ্রুত প্রোডাক্ট স্ক্যান করতে পারবেন এবং ইনভেন্টরির আপডেট এক সেকেন্ডে হবে। এটি গ্রাহকের জন্য একটি ঝামেলা মুক্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে, এবং ব্যবসায়ীর জন্য এর মাধ্যমে স্টক চেকিং, রিস্টকিং এবং সেলস মনিটরিং প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে। বারকোড ব্যবস্থাপনার সুবিধা: দ্রুত বিক্রয় প্রক্রিয়া: বারকোড স্ক্যানের মাধ্যমে দ্রুত চেকআউট। সঠিক ইনভেন্টরি ট্র্যাকিং: যে কোনো মুহূর্তে স্টকের অবস্থা জানতে পারবেন। ভুল কমানো: ম্যানুয়ালি ইনপুট করার সময় হওয়া ভুল কমবে। পণ্য নির্ধারণ: প্রতিটি পণ্যের জন্য আলাদা বারকোড ব্যবহারের মাধ্যমে একে একে সঠিকভাবে ট্র্যাক করা সম্ভব। ২. মাল্টিপল শপ/ব্রাঞ্চ যদি আপনার একাধিক শপ বা ব্রাঞ্চ থাকে, তাহলে প্রতিটি শপ বা ব্রাঞ্চের ইনভেন্টরি, বিক্রয়, ক্যাশ ফ্লো ইত্যাদি একত্রে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে পড়ে। তবে, POS সফটওয়্যার v.20 এ মাল্টিপল শপ বা ব্রাঞ্চের জন্য একাধিক শাখার ব্যবস্থাপনা অত্যন্ত সহজ করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক কার্যক্রমকে একক প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন শাখায় বিভক্ত করতে পারবেন। প্রতিটি শাখার জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ট্রানজেকশন মনিটরিং এবং অন্যান্য কার্যক্রম আলাদা ভাবে পরিচালনা করা যাবে। একে অপরের সাথে সংযুক্ত থেকে, আপনি প্রতিটি শাখার পারফরম্যান্স ট্র্যাক করতে পারবেন এবং অন্যান্য শাখার কার্যক্রমের সাথে তুলনা করতে পারবেন। মাল্টিপল শপ/ব্রাঞ্চ ব্যবস্থাপনার সুবিধা: শাখা ভিত্তিক রিপোর্টিং: প্রতিটি শাখার জন্য আলাদা রিপোর্ট পাওয়া যাবে, যাতে আপনি বুঝতে পারবেন কোন শাখায় ভালো চলছে এবং কোন শাখায় উন্নতির প্রয়োজন। সেন্ট্রালাইজড কন্ট্রোল: একাধিক শাখার ইনভেন্টরি, সেলস এবং ক্যাশ ফ্লো একক স্থান থেকে নিয়ন্ত্রণ করা যাবে। ভুল কমানো: শাখাগুলোর মধ্যে তথ্যের অপ্রতুলতা বা ভুল কমানো যাবে। কার্যকরী পরিকল্পনা: শাখাগুলোর কার্যক্রম মনিটর করে দ্রুত সমস্যার সমাধান করতে পারবেন। ৩. ক্যাশবুক ক্যাশবুক বা নগদ বই, একটি গুরুত্বপূর্ণ আর্থিক সরঞ্জাম যা ব্যবসায়িক লেনদেনের হিসাব রাখে। POS সফটওয়্যার v.20 তে ক্যাশবুক ব্যবস্থাপনা খুব সহজ এবং কার্যকরী করা হয়েছে। এটি ব্যবসায়ীকে নগদ লেনদেন ট্র্যাক করার জন্য একটি একক প্ল্যাটফর্ম প্রদান করে, যার মাধ্যমে আপনি সহজে বিভিন্ন লেনদেনের বিশদ তথ্য জানতে পারবেন। যখন আপনি নগদ টাকা গ্রহণ বা প্রদান করেন, ক্যাশবুক আপনাকে সেই লেনদেনের সমস্ত তথ্য রেকর্ড করতে সহায়তা করে। এটি আপনাকে আপনার দৈনিক বা মাসিক ক্যাশ ফ্লো ট্র্যাক করতে সাহায্য করবে, এবং সময়মত সিদ্ধান্ত নিতে সহজ হবে। এতে আপনি আপনার সমস্ত আয়-ব্যয়ের হিসাব সহজেই দেখতে পারবেন। ক্যাশবুক ব্যবস্থাপনার সুবিধা: লেজার রিপোর্ট: প্রতিটি লেনদেনের বিস্তারিত রেকর্ড তৈরি হবে। রিয়েল টাইম ট্র্যাকিং: আপনার দৈনিক আয়-ব্যয়ের তথ্য এক সেকেন্ডে আপডেট হবে। আর্থিক স্বচ্ছতা: কোন লেনদেন কখন হয়েছে, কোথায় হয়েছে এবং কত টাকা মজুদ হয়েছে, সব কিছু রেকর্ড হবে। সহজ রিপোর্ট জেনারেশন: সময়মত রিপোর্ট তৈরি করা যাবে, যা আপনার আর্থিক পরিকল্পনা সহজ করবে। ৪. ইনভেন্টরি ট্রান্সফার (এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চ) যখন একটি ব্যবসায় একাধিক শাখা থাকে, তখন পণ্য স্থানান্তর (Inventory Transfer) অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রোডাক্টের সরবরাহ চেইন সঠিকভাবে পরিচালনা করতে হবে যাতে কোনো শাখায় কোনো পণ্য সংকট না হয়। POS সফটওয়্যার v.20 তে ইনভেন্টরি ট্রান্সফার ফিচার যোগ করা হয়েছে, যা আপনাকে একটি শাখা থেকে অন্য শাখায় পণ্য সরবরাহ করতে সহজতর করবে। এই ফিচারের মাধ্যমে আপনি একটি শাখা থেকে অন্য শাখায় প্রোডাক্ট ট্রান্সফার করতে পারবেন এবং সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে খুব কম সময় নিবে। এছাড়াও, ইনভেন্টরি ট্রান্সফার সংক্রান্ত সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে, যাতে আপনি সহজেই ট্র্যাক করতে পারেন কত পণ্য কোথায় স্থানান্তরিত হয়েছে। ইনভেন্টরি ট্রান্সফার ব্যবস্থাপনার সুবিধা: দ্রুত পণ্য সরবরাহ: এক শাখা থেকে অন্য শাখায় পণ্য স্থানান্তর সহজ এবং দ্রুত হবে। একই প্ল্যাটফর্মে রেকর্ডিং: সমস্ত স্থানান্তরের রেকর্ড একসাথে থাকবে। স্টক পর্যাপ্ততা নিশ্চিত করা: কোন শাখায় কোন পণ্যের ঘাটতি হচ্ছে, তা সহজে জানা যাবে। তথ্যের স্বচ্ছতা: কোন শাখায় কত পণ্য স্থানান্তরিত হয়েছে, তা সব কিছু ট্র্যাক করা যাবে। POS সফটওয়্যার v.20 এর নতুন ফিচারগুলি আপনার ব্যবসায়িক কার্যক্রমকে আরো দক্ষ, দ্রুত এবং সঠিকভাবে পরিচালনা করতে সহায়ক। বারকোড, মাল্টিপল শপ/ব্রাঞ্চ, ক্যাশবুক, এবং ইনভেন্টরি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক কার্যক্রমকে আরো উন্নত এবং স্বচ্ছ করতে পারবেন। আপনি যদি আপনার ব্যবসা আরও আধুনিক, সুশৃঙ্খল এবং লাভজনক করতে চান, তবে আমাদের POS সফটওয়্যার v.20 আপনার জন্য সেরা সমাধান হতে পারে। আপনার ব্যবসায়িক সিদ্ধান্তগুলোকে আরও প্রাঞ্জল এবং কার্যকরী করার জন্য আজই POS সফটওয়্যার v.20 ব্যবহার শুরু করুন এবং প্রযুক্তির দুনিয়ায় এক নতুন দিগন্তে পদার্পণ করুন!

ইনভয়েসে পাঠাও এবং স্টেডফাস্ট কুরিয়ার ইন্টিগ্রেশন
December 7, 2025

Pathao এবং Steadfast এর API ইনভয়েস সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করুন সহজেই

প্রোডাক্ট অর্ডার থেকে শুরু করে, প্রোডাক্ট ডেলিভারি পর্যন্ত ট্রাকিং রাখা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ইনভয়েস সফটওয়্যারে পাঠাও এবং স্টেডফাস্ট এর API যুক্ত করে, আরো সহজেই অর্ডার ডেলিভারি ট্রাকিং করতে পারবেন। ছবি ১ঃ ইনভয়েসে Pathao এবং SteadFast API সেটিংস API – এড  করার জন্য ১নং ছবির দিকে লক্ষ্য করুন। “Dashboard” > “Settings” > “Courier Settings” – এ ক্লিক করুন। এখানে, Pathao এবং Steadfast – কুরিয়ার API – এড করার জন্য দুইটি ফর্ম পেয়ে যাবেন। এখানে তথ্য আপডেট করার মাধ্যমে খুব সহজেই সার্ভিস দুটি ইন্টিগ্রেট করে নিতে পারবেন। ছবি ২ঃ Pathao Client ID and Client Secret ইনভয়েসে Pathao API – ইন্টিগ্রেশন  ইনভয়েস সফটওয়্যারে Pathao API – ইন্টিগ্রেশন করার জন্য প্রথমেই আপনাকে ২নং ছবির মত Pathao এ মার্চেন্ট একাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর ইউজার আইকনে ক্লিক করে, “Developer’s API” – এ ক্লিক করুন। তাহলেই, “Client ID” এবং “Client Secret” – পেয়ে যাবেন।  ছবি ৩ঃ Pathao Store ID Pathao Store ID – খুঁজে পেতে, Pathao – এর মার্চেন্ট একাউন্টের ড্যাশবোর্ড থেকে “Stores” – এ ক্লিক করুন। এখানে, ৩নং ছবির মত আপনার সকল স্টোরের লিস্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত স্টোর আইডি সিলেক্ট করুন। ছবি ৪ঃ Pathao API – এর তথ্য পূরণ এতক্ষণ, Pathao – এর মার্চেন্ট একাউন্টের ড্যাশবোর্ড থেকে আমরা যে তথ্যগুলো কালেক্ট করেছি, সেই তথ্যগুলো আমাদের ইনভয়েস সফটওয়্যারে আপডেট করে দিয়েছি। সুতরাং, সঠিকভাবে আমরা Pathao এর সাথে আমাদের ইনভয়েস সফটওয়্যারটি ইন্টিগ্রেট করতে পেরেছি। ছবি ৫ঃ SteadFast API Information ইনভয়েসে SteadFast API – ইন্টিগ্রেশন সফলভাবে Pathao – এর ইন্টিগ্রেশনের পর এখন আমরা SteadFast Courier – এর API আমাদের ইনভয়েস সফটওয়্যারের সাথে কানেক্ট করবো। এজন্য, ৫নং ছবির দিকে লক্ষ্য করুন। SteadFast Courier – এর ড্যাশবোর্ড থেকে “API”- সেকশনে ক্লিক করুন। এখানে আপনার API এবং Secret Key দেখতে পাবেন। ছবি ৬ঃ SteadFast API – এর তথ্য পূরণ SteadFast – এর ড্যাশবোর্ড থেকে আমরা যে API – সংগ্রহ করেছি, তা ইনভয়েস সফটওয়্যারে ইন্টিগ্রেট করবো। এজন্য, ৬নং ছবির দিকে লক্ষ্য করুন। “Dashboard” > “Settings” > “Courier Settings” – এ ক্লিক করুন। এখন, “Update SteadFast API Info” – সেকশন থেকে “API Key” এবং “Secret Key” – দিয়ে ফর্ম ফিল আপ করে, “Update SteadFast API Info” – বাটনে ক্লিক করুন।  অভিনন্দন! আপনি আমাদের ইনভয়েস সফটওয়্যারের সাথে Pathao এবং SteadFast Courier API – সঠিকভাবে কান্টেক করতে পেরেছেন।

ইনভয়েসে কাস্টমার সাপোর্ট নিন
December 7, 2025

টিকিট তৈরি করে সাপোর্ট থেকে হেল্প নিন

ইনভয়েস সফটওয়্যার ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন? কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? আপনার সেবায় নিযুক্ত রয়েছে আমাদের ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট টিম। আমাদের সাপোর্ট টিকিটে যোগাযোগের মাধ্যমে খুব সহজেই আপনার সকল সমস্যার সমাধান নিয়ে নিন। ছবি ১ঃ ইনভয়েসে টিকিট লিস্ট দেখুন ১নং ছবির দিকে লক্ষ্য করুন। “Dashboard” > “Tickets” > “Ticket List” – এ ক্লিক করুন। এখানে আপনার তৈরি করা সকল টিকিটের লিস্ট দেখতে পাবেন। নতুন টিকিট তৈরি করার প্রয়োজন হলে “Open New Ticket” – বাটনে ক্লিক করুন। ছবি ২ঃ সাপোর্টে নতুন টিকিট তৈরি করুন নতুন একটি টিকিট তৈরি করার জন্য ২নং ছবির দিকে লক্ষ্য করুন। এখানে আপনার নাম এবং ফোন নাম্বার আগে থেকেই সিলেক্ট করা থাকবে। আমরাই একমাত্র সেবাদানকারী প্রতিষ্ঠান যারা সাপোর্ট টিকিট SMS – এর মাধ্যমে জানিয়ে দেয়। সুতরাং, আপনার সাপোর্ট টিকিট তৈরি হয়ে গেলে আপনার ফোনে একটি SMS চলে যাবে। এখানে, আপনার সমস্যার ধরণ, প্রায়োরিটি সিলেক্ট করতে পারবেন। টিকিট তৈরি করার জন্য সহজ এবং ছোট একটি সাবজেক্ট লাইন বেছে নিন। এবং মেসেজ বক্সে আপনার সমস্যার বিষয়টি বিস্তারিতভাবে লিখে দিন। এছাড়ও আপনি যদি কোনো স্ক্রিনশন, ছবি, ভিডিও বা ডকুমেন্ট ফাইল শেয়ার করতে চান সেক্ষেত্রে এটাচমেন্ট যুক্ত করে দিন। পরিশেষে, “Open Ticket” – বাটনে ক্লিক করে আপনার টিকিট তৈরি করে ফেলুন। ছবি ৩ঃ সাপোর্ট টিকিট সঠিকভাবে তৈরি হয়েছে কিনা দেখুন টিকিট সঠিকভাবে তৈরি হয়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্য ৩নং ছবির দিকে ভালো করে লক্ষ্য করুন। “Dashb0ard” > “Tickets” > “Ticket List” – এ ক্লিক করুন। এখানে আমাদের তৈরি করা টিকিট দেখা যাচ্ছে। সুতরাং, আমরা সঠিকভাবে নতুন টিকিট তৈরি করতে পেরেছি। সাপোর্ট থেকে আপনার সাথে যোগাযোগ করা হলে রিপ্ল্যাই দেখার জন্য ৩নং ছবিতে মার্ক করা ভিউ আইকনে ক্লিক করুন। ছবি ৪ঃ সাপোর্ট টিকিটের রিপ্ল্যাই দেখুন আপনার সাপোর্ট টিকিট তৈরি করা মাত্রই আমাদের ডেডিকেটেড সাপোর্ট মেম্বার আপনাকে সমাধানসহ রিপ্ল্যাই করে দেবে। ৪নং ছবির দিকে লক্ষ্য করুন। এখানে, ইনভয়েস সাপোর্ট মেম্বার সমাধানসহ জনাব, সাকিব আহমেদ – এর সমস্যার সমাধান দিয়েছেন। এছাড়াও আপনার টিকিটের বিভিন্ন তথ্য, ডান পাশে থাকা “Ticket Information” – সেকশন থেকে পেয়ে যাবেন। আরো কোনো প্রশ্ন থাকলে আপনি, রিপ্লাই সেকশন থেকে সাপোর্টে আপনার সমস্যার কথা জানাতে পারেন। সাপোর্ট থেকে আরো সহজ এবং বিস্তারিত সমাধান দিয়ে আপনাকে সহায়তা করা হবে।

ইনভয়েসে প্রমোশনাল SMS
December 7, 2025

সকল কাস্টমারের কাছে প্রমোশনাল / অফার SMS পাঠানোর সহজ উপায়

নিদির্ষ্ট অফার বা সেল চলাকালীন সময়ে ইনভয়েস সফটওয়্যারের লিস্টে থাকা কাস্টমারদেরকে প্রোমোশনাল / অফার SMS – সেন্ড করে প্রোডাক্ট মার্কেটিং করে সেলস বুস্ট করতে পারবেন খুব সহজেই। কিন্তু একই সাথে সব কাস্টমারদের কিভাবে SMS – সেন্ড করবেন? কোনো সমস্যা নেই, আমাদের ইনভয়েস টিম আপনার সাথেই আছে। ছবি ১ঃ ইনভয়েসে SMS ব্যালেন্স চেক করুন কাস্টমারদের অফার SMS – সেন্ড করুন আপনার ইনভয়েস সফটওয়্যারে কাস্টমার লিস্টে থাকা সব কাস্টমারদেরকে অফার / প্রোমোশনাল SMS – সেন্ড করার জন্য প্রথমেই দেখতে হবে আপনার পর্যাপ্ত সংখ্যক SMS ব্যালেন্স আছে কিনা। SMS – ব্যালেন্স চেক করার জন্য ১নং ছবির দিকে লক্ষ্য করুন। “Dashboard” – এ ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করুন। তাহলে, ১নং ছবির মত মার্ক করা “SMS” এবং “Total Customer” সংখ্যা দেখতে পাবেন। এখানে লক্ষণীয় যে, আপনার কাস্টমার সংখ্যার চেয়ে, SMS –  ব্যালেন্স সব সময় বেশি থাকতে হবে। তা না হলে, সব কাস্টমারকে SMS – সেন্ড করতে পারবেন না। আমাদের মোট কাস্টমার সংখ্যা ৫ জন এবং আমাদের SMS – রয়েছে ১০০ টি। সুতরাং, আমারা নির্দিধায় প্রোমোশনাল / অফার SMS – সেন্ড করতে পারবো। ছবি ২ঃ সব কাস্টমারকে প্রোমোশনাল / অফার SMS – সেন্ড করুন কাস্টমার সংখ্যা এবং SMS – ব্যালেন্স চেক করে। এখন আমাদের সকল কাস্টমারদের SMS সেন্ড করবো। ২নং ছবির দিকে লক্ষ্য করুন। “Dashboard” > “Send SMS” – এ ক্লিক করুন। এখানে, “Send SMS to all Customer” – সেকশন থেকে আপনার শপের নাম আগে থেকেই সিলেক্ট করা রয়েছে। এখন, “SMS Text” – বক্সে আপনার কাঙ্ক্ষিত মেসেজ লিখুন। এবং, “Send SMS” – এই বাটনে ক্লিক করে আপনার সকল কাস্টমারদেরকে SMS – সেন্ড করে দিন। উদাহরণস্বরূপ, আমরা আসন্ন বিজয় দিবস সম্পর্কে একটি প্রোমোশনাল মেসেজ লিখেছি। “Victory Day Special! Enjoy a flat 16% off on all products at theinvoice.net! Shop now for exclusive savings. Limited time only!” ছবি ৩ঃ ইনভয়েসে SMS হিস্টোরি দেখুন প্রমোশনাল / অফার SMS – সেন্ড করার পর, আপনার সকল কাস্টমারের কাছে SMS – সেন্ড হয়েছি কিনা সেটা নিশ্চিত হওয়া জন্য ৩নং ছবির দিকে লক্ষ্য করুন। “Dashboard” > “SMS History” – এ ক্লিক করুন। এখানে কাস্টমারকে সেন্ড করা সকল SMS হিস্টোরি থাকবে। আপনার সকল কাস্টমারকে সঠিকভাবে SMS – সেন্ড করতে পেরেছেন কিনা, এখান থেকে খুব সহজেই নিশ্চিত হয়ে নিতে পারবেন।

ইনভয়েসে এক্সপেন্স ক্যাটাগরি তৈরি করে লিস্ট আপডেট করুন
December 7, 2025

ইনভয়েসে এক্সপেন্স ক্যাটাগরি তৈরি ও লিস্ট আপডেট

প্রোডাক্ট সেল করার পাশাপাশি, আপনার প্রতিষ্ঠানের যাবতীয় খরচ আমাদের ইনভয়েস সফটওয়্যারে লিস্ট করে রাখতে পারবেন। আপনার প্রোডাক্ট বিক্রয় করে যে প্রফিট লাভ করেছেন এবং আপনার প্রতিষ্ঠানের খরচ হিসেব করে আপনার নেট প্রফিট কত হয়েছে, সেটা আমাদের ইনভয়েস সফটওয়্যার অটোম্যাটিক্যালি হিসেব করে দেবে। ছবি ১ঃ ইনভয়েসে ক্যাটাগরি লিস্ট দেখুন ইনভয়েসে আপনার যাবতীয় খরচ যুক্ত করার জন্য প্রথমেই আপনাকে ইনভয়েসের ক্যাটাগরি এড করতে হবে। ১ নং ছবির দিকে লক্ষ্য করুন। “Dashboard” > “Expense” > “Expense Category” – এ ক্লিক করুন। এখানে, এড করা সকল এক্সপেন্স ক্যাটাগরির তালিকা দেখতে পাবেন। এই তালিকায় আপনার পছন্দমত ক্যাটাগরি এড করার জন্য ১নং ছবিতে মার্ক করা “Add New Expense Category” – সেকশনে থেকে, ক্যাটাগরির নাম সিলেক্ট “Add New Expense” – বাটনে ক্লিক করে নতুন ক্যাটাগরি এড করে দিন। এক্ষেত্রে, আমরা “Mobile Bill” – নামে একটি ক্যাটাগরি তৈরি করেছি। ছবি ২ঃ এক্সপেন্সে ক্যাটাগরি সঠিকভাবে এড হয়েছে কিনা দেখুন আমাদের তৈরি করা “Mobile Bill” – ক্যাটাগরিটি সঠিকভাবে এড হয়েছে কিনা নিশ্চিত করার জন্য ২নং ছবির দিকে লক্ষ্য করুন। এখানে, সকল এক্সপেন্স ক্যাটাগরির তালিকায় আমাদের “Mobile Bill” – ক্যাটাগরিটি সঠিকভাবে এড হয়েছে। ছবি ৩ঃ তৈরি করা ক্যাটাগরিতে খরচ যুক্ত করুন সঠিকভাবে “Mobile Bill” – ক্যাটাগরি তৈরি করে, এখন এই ক্যাটাগরিতে আমাদের যাবতীয় খরচ যুক্ত করবো। এজন্য, ৩নং ছবির দিকে ভালো করে লক্ষ্য করুন। “Dashboard” > “Expense” > “Expense List” – এ ক্লিক করুন। এখানে, ডানপাশে থাকা “Add New Expense” – সেকশন থেকে, “Purpose” লিস্ট থেকে “Mobile Bill” – সিলেক্ট করুন। “Amount” (খরচ) সিলেক্ট করে দিন এবং তারিখ সিলেক্ট করে ছবিতে মার্ক করা “Add New Expense” – বাটনে ক্লিক করে এক্সপেন্সট লিস্টে এড করুন। ছবি ৪ঃ সঠিকভাবে এক্সপেন্স লিস্ট এড হয়েছে কিনা ভেরিফাই করুন ক্যাটাগরি অনুযায়ী এক্সপেন্স লিস্ট আপডেট করে, এখন আমরা নিশ্চিত করবো যে আমাদের এড করা এক্সপেন্স লিস্ট সঠিকভাবে এড হয়েছে কিনা। এজন্য ৪নং ছবির দিকে লক্ষ্য করুন। এখানে দেখা যাচ্ছে, আমাদের “Mobile Bill” – ক্যাটাগরি এড হয়েছে। আমাদের ক্যাটাগরি এড হওয়ার সাথে সাথেই আমাদের এক্সপেন্সও আপডেট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছে, আমাদের মোট খরচ হয়েছে ৪১,০০০ টাকা। এই মাসের খরচ হয়েছে ২১,০০০ টাকা। গত মাসে খরচ হয়েছিলো ২০,০০০ টাকা।

ইনভয়েসে সেলস রিপোর্ট তৈরি করুন সহজে
December 7, 2025

ইনভয়েসে সেলস রিপোর্ট দেখার সহজ উপায়

একজন অভিজ্ঞ উদ্যোক্তা হয়ে প্রতিদিন কতগুলো প্রোডাক্ট বিক্রয় করেছেন তার হিসেব রাখবেন না, তা কি করে হয়! প্রতিদিনের হিসেব প্রতিদিন করে রাখাটাই বুদ্ধিমানের কাজ। ডিজিটাল যুগে এসে এখনো খাতা কলম আর ক্যালকুলেটর দিয়ে হিসেব মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন? হিসেবটাও মিলছে না, এমন হয়েছে নিশ্চয়? কিন্তু এখন থেকে আর হবে না। আমাদের ইনভয়েস সফটওয়্যারে খুব সহজেই প্রতিদিনের সেলস রিপোর্ট দেখতে পারবেন। কোনো হিসেব নিকাশের প্রয়োজন নেই। সবকিছুই হবে অটোমেটিক্যালি। ছবি ১ঃ ইনভয়েসে প্রতিদিনের সেলস রিপোর্ট দেখুন ইনভয়েসে প্রতিদিনের সেলস রিপোর্ট দেখুন প্রতিদিনের সেলস রিপোর্ট দেখার জন্য ইনভয়েস সফটওয়্যারের ড্যাশবোর্ডে প্রবেশ করুন। এখন ১নং ছবির  দিকে লক্ষ্য করুন। “Dashboard” > “Reports” > “Daily Report” – এ ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ৪ ডিসেম্বর ২০২৩ – এর সেলস রিপোর্ট দেখা যাচ্ছে। এছাড়াও “Previous Day” এবং “Next Day” – বাটনে ক্লিক করে আপনি তারিখ পরিবর্তন করে নির্দিষ্ট দিনের প্রোডাক্টের সেলস রিপোর্ট দেখতে পাবেন। এখানে ১নং ছবিতে দেখা যাচ্ছে, আমাদের ৪টি অর্ডার এসেছিলো। সেল হয়েছে ৭২৪৪০ টাকার প্রোডাক্ট। আমাদের প্রতিদিনের গড় বিক্রয়ের পরিমাণ ৬০২৪ টাকা। প্রোডাক্ট সেল হয়েছে ২৯টি। ঐ দিন আমাদের কোনো খরচ হয় নি। সুতরাং, আমাদের প্রফিট হয়েছে ২১৮৫০ টাকা এবং আমাদের কোনো অর্ডার রিটার্ন আসে নি। একইসাথে গত ৭ দিনের সেলস এবং অর্ডার সম্পর্কিত গ্রাফ দেখতে পাবেন আমাদের ইনভয়েস সফটওয়্যারে। ছবি ২ঃ ইনভয়েসে প্রতি মাসের রিপোর্ট দেখুন ইনভয়েসে প্রতিমাসের সেলস রিপোর্ট দেখুন শুধুমাত্র প্রতিদিনের রিপোর্ট দেখা যাবে বিষয়টা এমন নয়। আমাদের ইনভয়েস সফটওয়্যারে প্রতি মাসের রিপোর্ট দেখতে পাবেন। ২নং ছবির দিকে লক্ষ্য করুন। “Dashboard” > “Reports” > “Monthly Report” – এ ক্লিক করুন। এখানে আমরা ডিসেম্বর ২০২৩ মাসের জন্য আমাদের সেলস রিপোর্ট দেখতে পাচ্ছি। “Previous Month” এবং “Next Month” – বাটনে ক্লিক করে মাস পরিবর্তন করে নিতে পারবেন। ২নং ছবিতে ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন, ডিসেম্বর ২০২৩ – এই মাসে আমাদের ৪ টি অর্ডার এসেছে। আমরা সর্বমোট ৭২,৪৪০ টাকার প্রোডাক্ট সেল করেছি। আমাদের প্রতিদিনের গড় বিক্রয় ছিলো ৬০২৪ টাকা। সর্বমোট ৫৮ টি প্রোডাক্ট বিক্রয় করেছি। ডিসেম্বর ২০২৩ – এই মাসে আমাদের অফিসের বিবিধ বিষয়ে খরচ হয়েছিলো ১৯০০০ টাকা। আমাদের রিটার্ন অর্ডার ছিলো শূন্য। এবং ঐ মাসে আমাদের প্রফিট হয়েছিলো ২৮৫০ টাকা। প্রোডাক্টের হিসেবের পাশাপাশি আমাদের কোন খাতে কত ব্যয় হয়েছে, সেটাও আমরা প্রতি মাসের রিপোর্টে দেখতে পারবো। ২নং ছবিতে দেখতে পাচ্ছেন, আমাদের ইলেক্ট্রিসিটি বিল এখন শূন্য দেখাচ্ছে। খাবার বাবদ আমাদের খরচ হয়েছে ২০০০ টাকা। ইন্টারনেট সেবা বাবদ খরচ হয়েছে ১০,০০০ টাকা। এছাড়া অন্যান্য খাতে খরচ হয়েছে ৭০০০ টাকা। শুধুমাত্র তাই নয়, প্রতি মাসের সেলস রিপোর্ট PDF ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। প্রতিমাসের সেলস রিপোর্ট PDF ফরম্যাটে ডাউনলোড করার জন্য ২নং ছবিতে মার্ক করা “Generate Report” – বাটনে ক্লিক করুন। তাহলেই সেলস রিপোর্ট ডাউনলোড হয়ে যাবে। আপনার সুবিধার জন্য সেলস রিপোর্টে কি ধরনের তথ্য থাকবে, তা দেখানোর জন্য PDF – ডকুমেন্টটি আপলোড করে দেওয়া হয়েছে। এটি সেলস রিপোর্ট সম্পর্কে ধারণা নিতে আপনাকে সাহায্য করবে।

ইনভয়েসে ইন্সট্যান্ট অর্ডার তৈরি করুন
December 7, 2025

ইনভয়েস সফটওয়্যারে – ইন্সট্যান্ট অর্ডার তৈরি করার সহজ উপায়

আপনার নতুন কাস্টমার কিছু অর্ডার করতে চাচ্ছে। এমতাবস্থায়, সেই কাস্টমারের কোনো তথ্য আপনার কাছে নেই এবং তিনি যে প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছে, সেটিও আপনার প্রোডাক্ট লিস্টে এড করা নেই। এক্ষেত্রে আমাদের ইনভয়েস সফটওয়্যারে একইসাথে কাস্টমার এবং অর্ডার এড করতে পারবেন ইন্সট্যান্টলি। এই টিউটোরিয়ালে আমরা দেখবো কিভাবে খুব সহজেই ইন্সট্যান্ট কাস্টমার এবং অর্ডার তৈরি করা যায়। ছবি ১ঃ ইনভয়েসে ইন্সট্যান্ট অর্ডার লিস্ট দেখুন ইন্সট্যান্ট অর্ডার তৈরি করুন ইন্সট্যান্ট অর্ডার তৈরি করার জন্য, ১নং ছবির দিকে লক্ষ্য করুন। “Dashboard” > “Instant Order” – এ ক্লিক করুন। এখানে আপনার এড করা সকল ইন্সট্যান্ট অর্ডারের লিস্ট দেখতে পাবেন। নতুন করে ইন্সট্যান্ট অর্ডার লিস্ট তৈরি করতে “Add New Instant Order” – বাটনে ক্লিক করুন। ছবি ২ঃ ইন্সট্যান্ট নতুন অর্ডার এড করুন নতুন ইন্সট্যান্ট অর্ডার তৈরি করার জন্য ২নং ছবির দিকে লক্ষ্য করুন। এখানে কাস্টমারের ফোন নাম্বার,  নাম, শিপিং এড্রেস দিয়ে কাস্টমারের তথ্য পূরণ করুন। এবার পেমেন্ট সেকশন থেকে পেমেন্ট, ডেলিভারি চার্জ এবং কুরিয়ারের তথ্য দিয়ে দিন। সর্বশেষ, প্রোডাক্টের নাম, সংখ্যা এবং প্রতি ইউনিট প্রোডাক্টের প্রাইস দিয়ে “Create New Order” – বাটনে ক্লিক করে ইন্সট্যান্ট অর্ডার তৈরি করুন। ছবি ৩ঃ ইন্সট্যান্ট অর্ডার সঠিকভাবে এড হয়েছে কিনা দেখুন ইন্সট্যান্ট অর্ডার সঠিকভবে আমাদের অর্ডার লিস্টে এড হয়েছে কিনা, এখন সেটা ভেরিফাই করবো। এজন্য, ৩ নং ছবির দিকে লক্ষ্য করুন। “Dashboard” > “Instant Order” – এ ক্লিক করুন। এখানে এড করা সকল ইন্সট্যান্ট অর্ডার দেখা যাচ্ছে। আমাদের এড করা অর্ডারটি দেখা যাচ্ছে। সুতরাং, সঠিকভাবে আমাদের ইন্সট্যান্ট অর্ডারটি এড হয়েছে। ছবি ৪ঃ ইন্সট্যান্ট অর্ডারে ইনভয়েস দেখুন ইন্সট্যান্ট অর্ডার থেকে ইনভয়েস দেখুন  ইন্সট্যান্ট অর্ডার থেকে ইনভয়েস এর তথ্য দেখতে ৪নং ছবির দিকে লক্ষ্য করুন। “Dashboard” > “Instant Order” – এ ক্লিক করে আপনার সব ইন্সট্যান্ট অর্ডার লিস্ট থেকে যে অর্ডারটির ইনভয়েস দেখতে চান সেটি সিলেক্ট করুন। অর্ডারের ডান পাশে মার্ক করা ভিউ আইকনে ক্লিক করুন। ছবি ৫ঃ ইন্সট্যন্ট অর্ডারে ইনভয়েস আপডেট ডাউনলোড এবং প্রিন্ট ৫নং ছবির দিকে লক্ষ্য করুন। এখানে ইন্সট্যান্ট অর্ডারের ইনভয়েস দেখা যাচ্ছে। এখান থেকে ইনভয়েস ডাউনলোড, প্রিন্ট এবং অর্ডার আপডেট করতে পারবেন। আপনি দুইভাবে অর্ডার আপডেট করতে পারবেন। প্রথমত, ৫নং ছবিতে দেখানো “Update Order” – এ ক্লিক করে তথ্য দিয়ে খুব সহজেই অর্ডার আপডেট করে নিতে পারবেন। ছবি ৬ঃ ইনভয়েসে ইন্সট্যান্ট অর্ডার আপডেট সরাসরি ইন্সট্যান্ট অর্ডার লিস্ট থেকে অর্ডার আপডেট করতে ৬নং ছবির মত প্রোডাক্ট সিলেক্ট করুন এবং প্রোডাক্টের ডান পাশে থাকা এডিট আইকনে ক্লিক করুন। ছবি ৭ঃ ইন্সট্যান্ট অর্ডার আপডেট ফর্ম ইন্সট্যান্ট অর্ডার আপডেট করার ফর্ম ব্যবহার করে খুব সহজেই অর্ডার আপডেট করতে পারবেন। ৭নং ছবির দিকে লক্ষ্য করুন। এখানে আমরা শুধুমাত্র ছবিতে মার্ক করা কাস্টমারের নাম পরিবর্তন করেছি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী তথ্য আপডেট করে নিতে পারেন। ছবি ৮ঃ ইন্সট্যান্ট প্রোডাক্ট আপডেট কাস্টমারের পাশাপাশি প্রোডাক্ট আপডেট এবং ডিলিট করতে পারবেন। প্রোডাক্ট আপডেট করার জন্য নিচের দিকে স্ক্রল করে, “Add Product to Order” – সেকশন থেকে প্রোডাক্টের নাম, পরিমাণ এবং প্রতি ইউনিট প্রোডাক্টের প্রাইজ লিখে “Update Order” – এ ক্লিক করুন। এছাড়াও, ইন্সট্যান্ট প্রোডাক্ট অর্ডার লিস্ট থেকে প্রোডাক্ট ডিলিট করার জন্য ৮ নং ছবিতে মার্ক করা ডিলিট বাটনে ক্লিক করে, প্রোডাক্ট ডিলিট করুন।

ইনভয়েস ভিউ, প্রিন্ট, ডাউনলোড করুন
December 7, 2025

ইনভয়েস ভিউ, প্রিন্ট এবং ডাউনলোড করার সহজ টিউটোরিয়াল

ইনভয়েস সফটওয়্যারে – ইনভয়েস ভিউ, প্রিন্ট এবং ডাউনলোড করতে পারবেন না, সেটা হতে পারে না। এই সহজ টিউটোরিয়ালে আমরা দেখবো কিভাবে ইনভয়েস ভিউ করতে হয়। ইনভয়েস প্রিন্ট করতে হয় এবং ইনভয়েস ডাউনলোড করতে হয়। ছবি ১ঃ ইনভয়েস লিস্ট দেখুন ইনভয়েস ভিউ করুন ইনভয়েস ভিউ করতে প্রথমেই ১নং ছবির দিকে লক্ষ্য করুন। “Dashboard” > “Print Multiple Invoice” – অপশন সিলেক্ট করুন। এখানে ইনভয়েস ভিউ করার অপশন দেখা যাবে। এখানে অর্ডার লিস্ট দেখা যাচ্ছে। অর্ডার লিস্ট থেকে আপনার কাঙ্ক্ষিত ইনভয়েস ভিউ করতে পারবেন। ছবি ২ঃ ইনভয়েস ভিউ আইকন সিলেক্ট করুন ২নং ছবির দিকে লক্ষ্য করুন। ইনভয়েসের অর্ডার লিস্ট থেকে যে প্রোডাক্টের ইনভয়েস ভিউ করতে চান, সেটির ডানপাশে থাকা একশন ট্যাব থেকে ভিউ আইকনে ক্লিক করুন। ছবি ৩ঃ ইনভয়েস ভিউ করুন ভিউ আইকনে ক্লিক করার সাথে সাথেই ৩নং ছবির মত ইনভয়েস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনার শপের ইনফরমেশন, কাস্টমারের তথ্য, শিপিং এড্রেস, অর্ডার করা প্রোডাক্টের লিস্ট এবং অর্ডারের প্রাইজ সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন। ছবি ৪ঃ ইনভয়েস প্রিন্ট অপশন ইনভয়েস প্রিন্ট করুন ইনভয়েস ভিউ করার পাশাপাশি, ইনভয়েস প্রিন্ট করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে, ৪নং ছবির দিকে লক্ষ্য করুন। যেভাবে ইনভয়েস ভিউ করা হয়েছিলো, সেই স্টেপগুলো রিপিট করুন। ইনভয়েস ভিউ অপশন থেকে “Print Invoice” – নামে একটি বাটন পেয়ে যাবেন। ছবি ৫ঃ ইনভয়েস প্রিন্ট করুন ৫নং ছবির দিকে লক্ষ্য করুন, ইনভয়েস PDF – ফরম্যাটে আপনার ব্রাউজারে ওপেন হয়ে যাবে। ব্রাউজার ভেদে ইনভয়েস প্রিন্টের অপশন ভিন্ন হতে পারে। আমরা ক্রোম ব্রাউজার ব্যবহারে করে ছবিটি নিয়েছি। এক্ষেত্রে, ৫নং ছবিতে মার্ক করা প্রিন্ট আইকনে ক্লিক করলেই, আপনার প্রিন্টার থেকে ইনভয়েসটি প্রিন্ট হয়ে যাবে। এক্ষেত্রে, অবশ্যই আপনার প্রিন্টারটি কম্পিউটারের সাথে কানেক্ট করে রাখুন। ছবি ৬ঃ ইনভয়েস ডাউনলোড অপশন ইনভয়েস ডাউনলোড করুন ইনভয়েস ভিউ এবং প্রিন্ট করা সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি। এখন আমরা দেখবো কিভাবে ইনভয়েস PDF – ফরম্যাটে ডাউনলোড করে সেভ (Save) করে আপনার লোকাল কম্পিউটার বা স্মার্টফোনে সংরক্ষণ করতে পারবেন। যেভাবে আমরা ইনভয়েস ভিউ এবং প্রিন্ট করেছি, ঠিক একইভাবে আমাদের ইনভয়েস ডাউনলোড করতে হবে। ৬নং ছবির দিকে লক্ষ্য করুন। ইনভয়েস ভিউ থেকে “Download” – বাটনে ক্লিক করুন। ছবি ৭ঃ ইনভয়েস ডাউনলোড করুন ৭নং ছবির মত, ইনভয়েসটি PDF – ফরম্যাটে ডাউনলোড করার জন্য তৈরি হয়ে যাবে। ব্রাউজার ভেদে ইনভয়েস ডাউনলোডের অপশন ভিন্ন হতে পারে। আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করে ছবিটি নিয়েছি। এক্ষেত্রে, ৭নং ছবিতে মার্ক করা ডাউনলোড বাটনে ক্লিক করলেই ইনভয়েসটি – PDF ফরম্যাটে ডাউনলোড হয়ে আপনার লোকাল কম্পিউটার বা স্মার্টফোনে সেভ (Save) হয়ে যাবে। ছবি ৮ঃ একাধিক ইনভয়েস প্রিন্ট / ডাউনলোড করুন একাধিন ইনভয়েস প্রিন্ট / ডাউনলোড করুন এতক্ষণ আমরা দেখেছি, কিভাবে একটি মাত্র ইনভয়েস প্রিন্ট বা ডাউনলোড করা যায়। এখন আমরা দেখবো কিভাবে একাধিক ইনভয়েস একসাথে প্রিন্ট / ডাউনলোড করা যায়। ৮নং ছবির দিকে লক্ষ্য করুন। “Dashboard” > “Print Multiple Invoice” – এ ক্লিক করুন। এখানে ইনভয়েসের লিস্ট দেখা যাচ্ছে। এবার আপনার প্রয়োজন অনুযায়ী ইনভয়েস সিলেক্ট করুন। ইনভয়েস সিলেক্ট করতে সিলেক্ট ট্যাব থেকে চেকবক্সে ক্লিক করুন। এবার “Print Invoice” – এ ক্লিক করুন। “Print Invoice” – এ ক্লিক করলেই PDF – ফরম্যাটে একাধিক ইনভয়েস ডাউনলোড হয়েছে যাবে। এখানে আপনার বোঝার সুবিধার্তে একটি মাল্টিপল ইনভয়েসর PDF – ফরম্যাট আপলোড করে দেওয়া হয়েছে।

  • 1
  • 2