Blog Details

  • Home  
  • Pathao এবং Steadfast এর API ইনভয়েস সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করুন সহজেই

Pathao এবং Steadfast এর API ইনভয়েস সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করুন সহজেই

প্রোডাক্ট অর্ডার থেকে শুরু করে, প্রোডাক্ট ডেলিভারি পর্যন্ত ট্রাকিং রাখা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ইনভয়েস সফটওয়্যারে পাঠাও এবং স্টেডফাস্ট এর API যুক্ত করে, আরো সহজেই অর্ডার ডেলিভারি ট্রাকিং করতে পারবেন।

ইনভয়েসে API
ছবি ১ঃ ইনভয়েসে Pathao এবং SteadFast API সেটিংস

API – এড  করার জন্য ১নং ছবির দিকে লক্ষ্য করুন। “Dashboard” > “Settings” > “Courier Settings” – এ ক্লিক করুন। এখানে, Pathao এবং Steadfast – কুরিয়ার API – এড করার জন্য দুইটি ফর্ম পেয়ে যাবেন। এখানে তথ্য আপডেট করার মাধ্যমে খুব সহজেই সার্ভিস দুটি ইন্টিগ্রেট করে নিতে পারবেন।

ইনভয়েসে পাঠাও ইন্টিগ্রেশন আইডি
ছবি ২ঃ Pathao Client ID and Client Secret

ইনভয়েসে Pathao API – ইন্টিগ্রেশন 

ইনভয়েস সফটওয়্যারে Pathao API – ইন্টিগ্রেশন করার জন্য প্রথমেই আপনাকে ২নং ছবির মত Pathao এ মার্চেন্ট একাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর ইউজার আইকনে ক্লিক করে, “Developer’s API” – এ ক্লিক করুন। তাহলেই, “Client ID” এবং “Client Secret” – পেয়ে যাবেন। 

পাঠাও স্টোর আইডি
ছবি ৩ঃ Pathao Store ID

Pathao Store ID – খুঁজে পেতে, Pathao – এর মার্চেন্ট একাউন্টের ড্যাশবোর্ড থেকে “Stores” – এ ক্লিক করুন। এখানে, ৩নং ছবির মত আপনার সকল স্টোরের লিস্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত স্টোর আইডি সিলেক্ট করুন।

ইনভয়েসে পাঠাও এপিয়াই
ছবি ৪ঃ Pathao API - এর তথ্য পূরণ

এতক্ষণ, Pathao – এর মার্চেন্ট একাউন্টের ড্যাশবোর্ড থেকে আমরা যে তথ্যগুলো কালেক্ট করেছি, সেই তথ্যগুলো আমাদের ইনভয়েস সফটওয়্যারে আপডেট করে দিয়েছি। সুতরাং, সঠিকভাবে আমরা Pathao এর সাথে আমাদের ইনভয়েস সফটওয়্যারটি ইন্টিগ্রেট করতে পেরেছি।

ছবি ৫ঃ SteadFast API Information

ইনভয়েসে SteadFast API – ইন্টিগ্রেশন

সফলভাবে Pathao – এর ইন্টিগ্রেশনের পর এখন আমরা SteadFast Courier – এর API আমাদের ইনভয়েস সফটওয়্যারের সাথে কানেক্ট করবো। এজন্য, ৫নং ছবির দিকে লক্ষ্য করুন। SteadFast Courier – এর ড্যাশবোর্ড থেকে “API”- সেকশনে ক্লিক করুন। এখানে আপনার API এবং Secret Key দেখতে পাবেন।

ইনভয়েসে SteadFast API
ছবি ৬ঃ SteadFast API - এর তথ্য পূরণ

SteadFast – এর ড্যাশবোর্ড থেকে আমরা যে API – সংগ্রহ করেছি, তা ইনভয়েস সফটওয়্যারে ইন্টিগ্রেট করবো। এজন্য, ৬নং ছবির দিকে লক্ষ্য করুন। “Dashboard” > “Settings” > “Courier Settings” – এ ক্লিক করুন। এখন, “Update SteadFast API Info” – সেকশন থেকে “API Key” এবং “Secret Key” – দিয়ে ফর্ম ফিল আপ করে, “Update SteadFast API Info” – বাটনে ক্লিক করুন। 

অভিনন্দন! আপনি আমাদের ইনভয়েস সফটওয়্যারের সাথে Pathao এবং SteadFast Courier API – সঠিকভাবে কান্টেক করতে পেরেছেন।

Pathao এবং Steadfast এর API ইনভয়েস সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করুন সহজেই
Pathao এবং Steadfast এর API ইনভয়েস সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করুন সহজেই

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *