Blog Details

  • Home  
  • সকল কাস্টমারের কাছে প্রমোশনাল / অফার SMS পাঠানোর সহজ উপায়

সকল কাস্টমারের কাছে প্রমোশনাল / অফার SMS পাঠানোর সহজ উপায়

নিদির্ষ্ট অফার বা সেল চলাকালীন সময়ে ইনভয়েস সফটওয়্যারের লিস্টে থাকা কাস্টমারদেরকে প্রোমোশনাল / অফার SMS – সেন্ড করে প্রোডাক্ট মার্কেটিং করে সেলস বুস্ট করতে পারবেন খুব সহজেই। কিন্তু একই সাথে সব কাস্টমারদের কিভাবে SMS – সেন্ড করবেন? কোনো সমস্যা নেই, আমাদের ইনভয়েস টিম আপনার সাথেই আছে।

ইনভয়েসে SMS ব্যালেন্স চেক করুন
ছবি ১ঃ ইনভয়েসে SMS ব্যালেন্স চেক করুন

কাস্টমারদের অফার SMS – সেন্ড করুন

আপনার ইনভয়েস সফটওয়্যারে কাস্টমার লিস্টে থাকা সব কাস্টমারদেরকে অফার / প্রোমোশনাল SMS – সেন্ড করার জন্য প্রথমেই দেখতে হবে আপনার পর্যাপ্ত সংখ্যক SMS ব্যালেন্স আছে কিনা। SMS – ব্যালেন্স চেক করার জন্য ১নং ছবির দিকে লক্ষ্য করুন। “Dashboard” – এ ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করুন। তাহলে, ১নং ছবির মত মার্ক করা “SMS” এবং “Total Customer” সংখ্যা দেখতে পাবেন। এখানে লক্ষণীয় যে, আপনার কাস্টমার সংখ্যার চেয়ে, SMS –  ব্যালেন্স সব সময় বেশি থাকতে হবে। তা না হলে, সব কাস্টমারকে SMS – সেন্ড করতে পারবেন না। আমাদের মোট কাস্টমার সংখ্যা ৫ জন এবং আমাদের SMS – রয়েছে ১০০ টি। সুতরাং, আমারা নির্দিধায় প্রোমোশনাল / অফার SMS – সেন্ড করতে পারবো।

ইনভয়েসে SMS সেন্ড করুন
ছবি ২ঃ সব কাস্টমারকে প্রোমোশনাল / অফার SMS - সেন্ড করুন

কাস্টমার সংখ্যা এবং SMS – ব্যালেন্স চেক করে। এখন আমাদের সকল কাস্টমারদের SMS সেন্ড করবো। ২নং ছবির দিকে লক্ষ্য করুন। “Dashboard” > “Send SMS” – এ ক্লিক করুন। এখানে, “Send SMS to all Customer” – সেকশন থেকে আপনার শপের নাম আগে থেকেই সিলেক্ট করা রয়েছে। এখন, “SMS Text” – বক্সে আপনার কাঙ্ক্ষিত মেসেজ লিখুন। এবং, “Send SMS” – এই বাটনে ক্লিক করে আপনার সকল কাস্টমারদেরকে SMS – সেন্ড করে দিন। উদাহরণস্বরূপ, আমরা আসন্ন বিজয় দিবস সম্পর্কে একটি প্রোমোশনাল মেসেজ লিখেছি।

“Victory Day Special! Enjoy a flat 16% off on all products at theinvoice.net! Shop now for exclusive savings. Limited time only!”

ইনভয়েসে SMS হিস্টোরি দেখুন খুব সহজে
ছবি ৩ঃ ইনভয়েসে SMS হিস্টোরি দেখুন

প্রমোশনাল / অফার SMS – সেন্ড করার পর, আপনার সকল কাস্টমারের কাছে SMS – সেন্ড হয়েছি কিনা সেটা নিশ্চিত হওয়া জন্য ৩নং ছবির দিকে লক্ষ্য করুন। “Dashboard” > “SMS History” – এ ক্লিক করুন। এখানে কাস্টমারকে সেন্ড করা সকল SMS হিস্টোরি থাকবে। আপনার সকল কাস্টমারকে সঠিকভাবে SMS – সেন্ড করতে পেরেছেন কিনা, এখান থেকে খুব সহজেই নিশ্চিত হয়ে নিতে পারবেন।

সকল কাস্টমারের কাছে প্রমোশনাল / অফার SMS পাঠানোর সহজ উপায়
সকল কাস্টমারের কাছে প্রমোশনাল / অফার SMS পাঠানোর সহজ উপায়

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *