ইনভয়েস সফটওয়্যার কি?
ডিজিটাল যুগে বসবাস করে এখনো খাতা কলম নিয়ে কাস্টোমারের হিসেব রাখছেন? আর কত? এখনই সময় আপনার হাতের স্মার্ট ফোনে সকল হিসেব-নিকেশ রাখুন ইনভয়েস সফটওয়ারের মাধ্যমে। ইনভয়েস এমন একটি সফটওয়্যার যেটি একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা ব্যবহার করে তার ব্যবসার প্রতিদিনের ইনভয়েস তৈরি, ম্যানেজ এবং প্রসেস করতে পারে। শুধু তাই নয়, সেলস রিপোর্ট, প্রোডাক্ট এড করা, আটোমেটিক ক্যাল্কুলেশন, কাস্টোমারের লিস্ট তৈরি করা সহ SMS মার্কেটিং এর জন্য অন্যতম সেরা সফটওয়্যার হচ্ছে ইনভয়েস।
ইনভয়েস সফটওয়ারের প্রয়োজনীয়তা
ব্যবসায় যদি পণ্য ও কাস্টোমারের পুরো তথ্য সম্পর্কে আমরা অবগত না থাকতে পারি তাহলে সামনের দিনগুলোতে বিজনেস প্ল্যান করাটা কঠিন হয়ে যায়।
প্রতিদিন কি পরিমান অর্ডার আমরা পাচ্ছি, রিটার্ণ কাস্টোমারের সংখ্যাটা কেমন, কোন প্রোডাক্ট গুলো স্টকে রয়ে গেছে এইসব তথ্য জানাটা অতিব জরুরি। কাস্টোমারের প্রতি আমাদের সু-সম্পর্ক বজায় রাখতে প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ রক্ষা করাটাও জরুরি।
নিজের প্রোডাক্ট আমরা কতটা ভালবাসা ও প্রফেশনাল মানের সহিত কাস্টোমারের কাছে পৌছে দিচ্ছি সেটিও ভাবার বিষয়। আর প্রতিদিনের অর্ডার হওয়া পণ্যের ক্যাশ মেমো হাতে লিখার কি যে ঝামেলা তা আমরা সবাই বুঝি। সময়কে কাজে লাগিয়ে দ্রুত এগিয়ে যাবার জন্য আলোচ্য সব সুবিধা নিয়েই- ইনভয়েস অনলাইন সফটওয়্যার।